শীতল চক্রবর্তী ,তপন ,9জুন ,দক্ষিণ দিনাজপুর :——-বাড়িতে কেউ না থাকার সুযোগে একটি বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটলো। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা তপন থানা নয়াবাজার এলাকায় বর্জ্জাপুকুর এলাকায়। পরিবারের লোকজনদের দাবি, কয়েক লক্ষাধিক টাকা চুরি হয়েছে তাদের পরিবারের। বৃহস্পতিবার সকালে এমন ঘটনা দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে ওই পরিবারের সদস্যদের জানালে তারা ভারতে আসেন। দরজার গ্রিল ভেঙে ঘরের মধ্যে ঢুকে আলমারি ভাঙচুর করে তার মধ্যে থাকা সোনার গহনা, নগদ টাকা পয়সা সহ বহু জিনিস নিয়ে গেছে চোরের দল। বাড়ির এক সদস্য জানিয়েছে, কয়েক লক্ষাধিক টাকা সোনাদানা টাকা পয়সা চুরি হয়েছে। তখন থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।এলাকার এক গ্রামবাসী জানিয়েছেন, এমন ঘটনা তাদের এলাকায় আগে কখনো ঘটেনি। আতঙ্কের মধ্যে আছেন তারা। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করুক সেই দাবি জানায়। তপন থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে।ঘটনায় শোরগোল পরেছে এলাকাজুড়ে।
Home বাংলা উত্তর বাংলা তপন থানা নয়াবাজার বাজরাপুকুর এলাকার একটি বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়াবহ...