শীতল চক্রবর্তী তপন 27 আগস্ট দক্ষিণ দিনাজপুর:
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল মা এবং সন্তানের। রবিবার দুপুর নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর রেলস্টেশন সংলগ্ন শুহরি এলাকায়।শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।পরে রেল o রামপুর ফাঁড়ি থেকে ছুটে এসে তদন্ত শুরু করে। এমন ঘটনায় মৃত্যুর পরিবার সহ এলাকার জুড়ে সুখের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে খবর মৃত ওই গৃহবধূর নাম কলি মণ্ডল (১৯), এবং সন্তানের নাম তাতাই মণ্ডল(৩)। বাড়ি তপন থানার শুহরি এলাকায়।তার স্বামী আগেই মারা গিয়েছেন।
এলাকার স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার দুপুর নাগাদ ইন্টারসিটি এক্সপ্রেসে কাটা পড়ে মা এবং সন্তান।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
স্থানীয়দের প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন ওই মহিলা তার সন্তানকে নিয়ে। মহিলার স্বামী আগেই মারা গিয়েছেন। তবে ঠিক কি কারণে আত্মহত্যা করেছেন সেবিষয়ে তদন্ত শুরু করেছে রেল ও রামপুর ফাঁড়ির পুলিশ। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং তপন থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ এবং তপন থানার পুলিশ।
এলাকার দুই স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, মানসিক অবসাদে এসে এমন ঘটনা করেছে। খুবই মর্মান্তিক ব্যাপার।
মৃতের এক আত্মীয় জানিয়েছেন,অনেকদিন ধরে স্বামী মারা যাওয়ার পর থেকে অবসাদে ভুগছিল সে। সেই কারণে এমন ঘটনা করে থাকতে পারে।
রেল পুলিশের সহযোগিতায় তখন থানার পুলিশ নিজেদের দুটি উদ্ধার করে নিয়ে গিয়ে ময়লা তদন্তে পাঠায়।
এদিকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
মৃতের পরিবারসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।