শীতল চক্রবর্ত্তী ,তপন,দক্ষিণ দিনাজপুর, ২ এপ্রিল২০২২ :——-পুলিশি সুত্রে খবর, তপন থানার মির্জাপুর এলাকার বাসিন্দা হোসেন সরকারের একটি নিজস্ব পুকুর রয়েছে। অভিযোগ উঠেছে গত ১২মার্চ দুপুরে সেই পুকুর থেকে প্রতিবেশী অভিযুক্ত কাশেম মন্ডল পুকুর থেকে জল তুলতে শুরু করে পুকুরের মালিকদের কিছু না বলেই। পুকুরে মালিক হোসেন সরকার সেই সময় বাড়িতে ছিল না। তাঁর স্ত্রী মনিজা বিবি প্রতিবেশী অভিযুক্ত কাশেম মন্ডলকে সেখানে গিয়ে বলেন আপনি আমাদের পুকুর থেকে জল নিচ্ছেন কেন?অভিযোগ, এই কথা বলা মাত্রই অভিযুক্ত কাশেম মন্ডল হোসেন সরকারের স্ত্রী মনিজা বিবিকে অশ্লীলভাষায় গালিগালাজ করতে থাকে বলে। অভিযোগ। মনিজা বিবি সেই ঘটনার প্রতিবাদ করাতেই গৃহবন্ধুকে চুলের মুঠি ধরে টানাহিচড়ে করে মাটিতে ফেলে দেয়। তাঁর পড়নের কাপড় ধরে টানাহিচড়ে করে বলে অভিযোগ করেন আক্রান্তের পরিবার। এর পরেই বাসের লাঠি দিয়ে গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে খুন করার উদ্দেশ্যে মারতে থাকে বলে অভিযুক্ত কাশেম বলে অভিযোগ মনিজা বিবির পরিবারের লোকজনদের। এমনকি তার মাথায় ধারালো কোদাল দিয়ে কোপ মারে বলে অভিযোগ করেন আক্রান্তের পরিবার। ওই গৃহবন্ধুর কাছে থাকা বেশ কিছু জিনিশপত্র নিয়ে নেয় অভিযুক্ত কাশেম বলে অভিযোগ করেন। আক্রান্তের পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরেই পুকুরের ধার থেকে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁর অবস্থা আরো খারাপ হলে তাঁকে চিকিৎসকেরা উন্নততর চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
পুরো জানিয়ে তপন থানায় এবিষয়ে হোসেন সরকার লিখিত অভিযোগ
জানিয়েছেন ।
আক্রান্তের ছেলে অভিযোগ করে বলেন, বিনা কারণে মাকে খুনের চেষ্টা করা সহ একাধিক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত কাশেম। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করছে না।অভিযুক্তের পা ভেঙ্গেছে বলে পায়ে ব্যান্ডিস করে পুলিশের চোখে ধুলো দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সে বলেও তিনি অভিযোগ করেন।বিচার পেতে যেখানে যেতে হয় সেখানে যাব বলেও তিনি জানিয়েছেন।