তপন থানার মালাহারে পুলিশ অফিসারের জমি দখলের অভিযোগে শোরগোল, নির্দল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ,তদন্তে পুলিশ

0
94

শীতল চক্রবর্তী, বালুরঘাট ৬ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকার মালাহার গ্রাম সংসদে এক নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে রাজ্য পুলিশের এক এএসআই-এর জমি ও সরকারি খাস জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগকারী পুলিশকর্মী ওয়াজেদ আলী বর্তমানে গঙ্গারামপুর মহকুমা আদালতে এএসআই পদে কর্মরত। তাঁর ছেলে আসিফ সরকারের অভিযোগ,তপন থানার মালাহার গ্রাম সংসদের নির্দল সদস্য মজিদুর রহমান স্থানীয় কিছু দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ক্ষমতার অপব্যবহার করে তাদের জমির পাশে থাকা সরকারি খাস পুকুর দখল করছেন এবং ইচ্ছাকৃতভাবে জল ঢুকিয়ে তাদের রায়তি দিঘি ও জমির সীমানা নষ্ট করছেন।
আসিফ সরকারের আরও অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন,“একজন পুলিশ কর্মীর পরিবার হয়েও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্যের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়েই বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা শুধু শান্তি চাই এবং প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি।”
অভিযুক্ত নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য মজিদুর রহমান তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।তিনি দাবি করেন,
“আমি কোনো অন্যায় করিনি।সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণভাবে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা।”
এমন ঘটনার প্রেক্ষিতে তপন থানার পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে। তপন থানার আইসি জনমারি ভিয়াকে লেপচা জানান,“পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাকে ঘিরে বর্তমানে মালাহার গ্রাম সংসদ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং প্রশাসনের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here