তপন থানার বাসুরিয়া এলাকায় সেতুর একাংশ ভেঙে বিপদজনক ভাবে চলাফেরা করছে মানুষজন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিও
শীতল চক্রবর্তী ,তপন, 13 ই মে ,দক্ষিণ দিনাজপুর:--সেতুর একাংশ ভেঙে বিপদ জনক বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। যার ফলে চলাচল করতে চরম সংকটের মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসী সহ পথ চলতি মানুষ ও গাড়ি চালকদের। সেতুটি বিপদজনক ভাবে থাকায় গাড়িচালকদের কয়েক কিলোমিটার বাড়তি ঘুরপথে পৌঁছাতে হচ্ছে গন্তব্যস্থলে বলে গাড়ি চালক ,পথচারী থেকে সকলের।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বাসুরিয়া এলাকার।

এলাকাবাসী সহ পথ চলতি মানুষদের অভিযোগ,
নয়াবাজার থেকে করদাহ যাওয়ার বাসুরিয়া এলাকার এই সেতুটি বহু দিনের পুরনো। এই সেতুটির উপর দিয়ে গঙ্গারামপুর, নয়াবাজার সহ বেশ কয়েকটি এলাকার মানুষজন চলাচল করে থাকেন। গাড়িচালকেরা ভিকাহার, করদহ এমনকি মালদাহ পর্যন্ত এই রাস্তা ধরে সেতুটির উপর দিয়ে যানবাহন নিয়ে চলাচল করেন। অপরদিকে ভিকাহার, করদহ, তপনের একাংশের লোকজনেরা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই সেতুর ওপর দিয়েই নয়াবাজার, গঙ্গারামপুর, বুনিয়াদপুর শহরে চলাচল করে থাকেন। সেতুর উপর দিয়েই ছাত্র-ছাত্রীদের স্কুলে এমনকি রোগীদের হাসপাতালে পৌঁছাতে হয়। দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও প্রশাসনের নজর পড়েনি বলে অভিযোগ এলাকাবাসীদের।
গত কয়েক সপ্তাহ আগে সেতুটির একাংশ ভেঙে পড়ে গিয়েছে , সেতুর নিচের পিলার সেতু থেকে সরে যাওয়ায় বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে সেতুটি। ফলে চরম সংকটের মধ্য দিয়েই বর্তমানে কিছু টোটো ও বাইক আরোহীরা চলাচল করছে,কিন্তু পিকাপ ভ্যান সহ একটু বড় কোনো ধরনের গাড়ি সেই সেতুর ওপর দিয়ে যেতে না পারায় প্রায় কয়েক কিলোমিটার ঘুরে তাদের পৌঁছাতে হচ্ছে গন্তব্যস্থলে,ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন তারা। গ্রামবাসীসহ গাড়িচালকদের দাবি দ্রুত সেতুটি মেরামত করে যান চলাচলের যোগ্য করে তোলা হোক প্রশাসনের তরফে।

শুক্রবার রাতে একটি গাড়ির সেই ভাঙা অংশে মধ্যে পড়ে যাওয়ায় গ্রামবাসীরা কোনরকমে গাড়িটিকে উদ্ধার করতে পেরেছিলেন।
যদিও পরিস্থিতির উপর নজর দিয়ে তপন থানার পক্ষ থেকে দুজন সিভিক ভলেন্টিয়ার কে সেতুটি সামনে রাখা হয়েছে পথচলতি মানুষ সহ গাড়িচালকদের সাবধানতা অবলম্বন করানোর জন্য।
তপনের বিডিও মাসুদ করিম শেখ জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব সেতুটি আমরা মেরামত করার চেষ্টা করছি। আপাতত বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র টোটো ও বাইক কিছু চলবে। বিষয়টি নিয়ে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।