তপন থানার চক মধুসূদন (পোড়াগাছি)এলাকায় সকলের মঙ্গল কামনায় ১৬প্রহরব্যাপী দুদিনের পদাবলী কীর্তনের আয়োজন করা হলো তপন ৮ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।সকলের মঙ্গল কামনায় ১৬ প্রহরব্যাপী দুদিনের পদাবলী কীর্তনের আয়োজন করা হলো।দক্ষিণ দিনাজপুর জেলা তপন থানার চক মধুসূদন (পোড়াগাছি) এলাকায় এমন অনুষ্ঠানের আয়োজনে বিভিন্ন অনুষ্টানে মধ্য দিয়ে।অনুষ্ঠানের শুরুতেই তপন ব্লকের করদহ নদীঘাট থেকে জল এনে অনুষ্ঠানের সূচনা করা হয়। যেখানে বহু ভক্তদের ভিড় হয়েছিল। এদিন বিকালে সকলে মিলে একত্রিত হয়ে তপন ব্লকের করদহ নদীঘাট থেকে জল নিয়ে এসে অনুষ্ঠানের আয়োজন শুরু করা হয়।সকলেই মুখে হরে কৃষ্ণ নাম করতে করতে আসেন।চলে পুজো অর্চনাও।শনিবার বিকেল থেকে দুদিনের পদাবলী কীর্তন আয়োজন করা হয়।সেখানে নামকরা শিল্পীরা কীর্তন পরিবেশন করেন। আয়োজক সংস্থার এক ভক্ত জানিয়েছেন , সকলের মঙ্গল কামনার জন্য এমন অনুষ্ঠানে ওজন করা হয়েছে। দুদিন ধরে চলবে আমাদের এই অনুষ্ঠান। প্রচুর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়েছে ।এমন অনুষ্ঠান আগামী দিনেও করা হবে। এমন অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের ভিড় হয়েছিল ব্যাপক।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর তপন থানার চক মধুসূদন (পোড়াগাছি)এলাকায় সকলের মঙ্গল কামনায় ১৬প্রহরব্যাপী দুদিনের পদাবলী কীর্তনের...