শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,৯ জুলাই :— প্রয়াত সিপিআইএম নেতা তথা প্রাক্তন জেলা কমিটির সদস্য শুভেন্দু রায়ের স্মৃতির স্মরণে তপনে স্বেচ্ছায় রক্তদান শিবির করল এসএফআই ডিওয়াইএফআই এবং রেড ভলেন্টিয়ার্সরা।
শুক্রবার 9 জুলাই শুভেন্দু রায়ের প্রয়াণ দিবসে তপনে সিপিআইএমের দলীয় কার্যালয়ের পাশে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
মূলত, করোনা আবহের কারণে জেলাজুড়ে হাসপাতালের ব্লাড ব্যাংকে যে তীব্র রক্ত সংকট তৈরি হয়েছে, সেই সংকট মেটাতে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন।
এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ফিতা কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন গঙ্গারামপুর কলেজের অধ্যাপক তৌহিউদ্দিন আমন।
সংঠনের পতাকা উত্তোলন এবং শুভেন্দু রায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকল নেতৃত্বরা।

এদিনের শিবিরে ৫০ থেকে ৬০ জন রক্তদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর কলেজের অধ্যাপক তৌহিউদ্দিন আমন, এসএফআই জেলা কমিটির সম্পাদক সুরজিৎ সরকার, ডিওয়াইএফআই লোকাল কমিটির সম্পাদক চন্দন সিংহ, রেড ভলেন্টিয়ার্সের তপন ব্লকের কনভেনার বিপ্লব বর্মন, নেতৃত্ব দিলীপ বিশ্বাস, প্রসেনজিৎ ঘোষ, আনোয়ার হোসেন, প্রদীপ বিশ্বাস, রানা ঘোষ, তমাল বসাক সহ অন্যান্য বিশিষ্টজনরা।