তপনে বেহাল রাস্তা সংস্কার করার দাবিতে এলাকাবাসীরা আন্দোলনে নামল
বালুরঘাট ৪ জুলাই :রাস্তা জুড়ে কাঁদা। তাই বর্ষার দিনে সমন্ধ আসলেও গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হয় না। বেহাল হয়ে পড়া কাচা রাস্তা পাকা করার দাবিতে সরব হলেন গ্রামেরবাসীরা।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের তিলন বারোয়ারি মন্দির থেকে তিলন উচ্চ বিদ্যালয়ের দুরত্ব প্রায় এক কিলোমিটার। এলাকায় কয়েক শতাধিক মানুষের বসবাস। প্রতিদিন রাস্তাটি দিয়ে গ্রামের মানুষজনের পাশাপাশি তিলন উচ্চ বিদ্যালয়ের বহু ছাত্র,ছাত্রী যাতাযাত করে থাকেন। কিন্তু আজও রাস্তাটি পাকা না হয়নি। ফলে বর্ষাকালে বৃষ্টি হতেই রাস্তা যেন চাষের জমিতে পরিনত হয়েছে। এতে স্কুলে যেতে চরম বিপাকে পড়ছে ছাত্র,ছাত্রীরা। অভিযোগ সমন্ধ আসলেও বর্ষাকালে বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যায়। রাস্তাটি পাকা করার দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। গ্রামের গৃহবধু নিধুবালা বর্মন অভিযোগ করে বলেন আমাদের গ্রামের বারোয়ারি মন্দির থেকে তিলন স্কুল পর্যন্ত রাস্তা পাকা হয়নি। বৃষ্টিতে হাঁটু কাদায় পরিনত হয়েছে। আমরা চলাচল করতে পারছি না। স্কুলের ছেলে,মেয়েরা যাতাযাত করতে পারছে না।
গ্রামের বাসিন্দা মতি বর্মন বলেন,আমাদের গ্রামের রাস্তা কাচা। সেজন্য বর্ষাকালে ছেলে, মেয়েদের বিয়ে হয় না। গ্রামে ত্র্যাম্বুলেন্স ঢুকতে পারে না। সেজন্য আমরা চাই গ্রামের রাস্তা যেন তাড়াতাড়ি পাকা হয়।
বিষয়টি খতিয়ে দেখে পাকা করার আশ্বাস দিয়েছেন।