তপনে চটুল নাচ ও জুয়ার রমরমা আসর,পুলিশের অভিযানে বন্ধ
দক্ষিণ দিনাজপুরের তপনে বেআইনি জুয়ার আসর এবং চটুল নাচের রমরমায় হতবাক এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় সালাশে জমজমাট এই অবৈধ আসরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে, নড়েচড়ে বসে তপন থানার পুলিশ। রাতেই অভিযান চালিয়ে বন্ধ করা হয় এই নৈতিক অবক্ষয়ের আসর।
তপনের বাসিন্দাদের অভিযোগ, মাসের পর মাস পুলিশের চোখ এড়িয়ে গোটা ব্লক জুড়ে চলছে এই ধরনের কার্যকলাপ। বিশেষ করে শীতের সন্ধ্যায় এই জুয়ার আসর ও অশ্লীল নাচ স্থানীয় যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। অনেকের মতে, প্রশাসনের নজরদারির অভাবেই এতদিন দেদার চলেছে এসব।
তপন থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।