তপন:—-জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের যোগান অব্যহত রাখতে তপনের সনকইরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল গোফানগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। সহোযোগিতায় ছিল দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা। রক্তদান শিবিরের পাশাপাশি গরিব দুঃস্থ মানুষের জন্য করা হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন। রবিবার দুপুর নাগাদ তপনের সনকইর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিনের শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস।
এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভা তথা তপন ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর মন্ডল, তপন ব্লক সভাপতি সুব্রত ধর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমজাদ মন্ডল, তপন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি , কর্মাধ্যক্ষ হোসেন মন্ডল,গোফানগর অঞ্চল প্রধান সুরেশ চন্দ্র বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্লক ও অঞ্চল নেতৃত্বরা।
এদিনের রক্তদান শিবিরে ৫০ জন রক্তদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানানো হয়।
পাশাপাশি এদিন ওই অঞ্চলের বহু দুঃস্থ মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়।
















