তপনের রাজেশ্বরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ভষ্মীভূত দুটি বাড়ি।

0
365

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,13নভেম্বর,দক্ষিণ দিনাজপুর:-তপনের রাজেশ্বরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ভষ্মীভূত দুটি বাড়ি।শুক্রবার রাতে দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের রাজেশ্বরপুরে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেশ্বরপুরের বাসিন্দা হাফিজউদ্দিন সরকার এবং তমিজউদ্দিন সরকার দুই ভাইয়ের বাড়ি অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায়।স্থানীয়রা জানান শুক্রবার রাত শোয়া নটা নাগাদ ঘটে দুর্ঘটনা।শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর কাজে এগিয়ে আসে।খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।দমকল এবং স্থানীয়দের সহায়তায় ঘন্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন লাগার কারণ এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল বাহিনী এবং তপন থানার পুলিশ প্রশাসন।।এদিকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।দুটি বাড়ির সমস্ত সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায় আগুনে।অসহায় অবস্থায় ওই পরিবাগুলি প্রশাসনিক সহযোগিতার আর্জি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here