বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে সংখ্যালঘু সেল ঢেলে সাজানোর উদ্যোগ তৃণমূলের, তপনের মোজাম্মেল হককে দেওয়া হল জেলা সভাপতির পদ।
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৯সেপ্টেম্বর— বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে ঘরে তুলতে মরিয়া ঘাসফুল শিবির। ভোটের আগে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল সংখ্যালঘু সেল ঢেলে সাজাতে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল তপনের রামপুরের বাসিন্দা মোজাম্মেল হককে। সংগঠনের পুর্বতন সভাপতি ইয়াকুব আলীকে চেয়ারম্যান করা হলেও বেশকিছুদিন ধরে সভাপতির পদটি ফাকাই ছিল।ভোটের আগে জেলায় সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে গুরুত্ব দিয়ে ওই পদে বসানো হয়েছে মোজাম্মেল হককে। এদিন জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস ও কো অর্ডিনেটর ললিতা টিজ্ঞার হাত দিয়েই সেই শংসাপত্র তুলে নিয়েছেন মোজাম্মেল হক। এদিন রাজ্যের পাঠানো ওই নিয়োগপত্রের খবর জেলায় আসতেই আনন্দে মাতেন মোজাম্মেল হকের অনুগামীরা।
মোজাম্মেল হক জানিয়েছেন সংগঠনের স্বার্থে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করবেন।