তপনের বেরাকুটি BOP তে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করল ১৬৪ BSF ব্যআটএলইয়ন।
শুক্রবার বেলা ১১ টা নাগাদ এই কর্মসূচি করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে বেরাকুটি BOPতে।
এদিনের অনুষ্ঠানে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। সীমান্তবর্তী এলাকার চাহিদা সম্পন্ন মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এর পাশাপাশি বাসিন্দাদের প্রয়োজনীয় সামগ্রী যেমন টর্চ, টিফিন ক্যারিয়ার, ছাতা, খুরপি, বয়স্কদের লাঠি, বাচ্চাদের ব্যাগ সহ লেখাপড়ার সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও সীমান্তবর্তী বেশকিছু বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবমিলিয়ে এলাকার প্রায় ৬ শতাধিক মানুষের উপস্থিতি ছিল এদিনের অনুষ্ঠানে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ হেড কোয়ার্টার DIG মহিন্দ্রা সিং, 164 BSF ব্যাটেলিয়নের কমান্ডান্ট সঞ্জয় কুমার মিশ্রা সহ অন্যান্য বিশিষ্টজনরা।