তপনের বাসুরিয়ায় সরকারি আধিকারিককে ঘিরে ধরল মাটি মাফিয়ারা

0
244

তপনের বাসুরিয়ায় সরকারি আধিকারিককে ঘিরে ধরল মাটি মাফিয়ারা, প্রাণ বাঁচিয়ে থানায় ডিএল এন্ড এল আরও!

বালুরঘাট, ৪ এপ্রিল —— দিনদুপুরে সরকারি আধিকারিককে ঘিরে হেনস্তা করল মাটি মাফিয়ারা! অভিযোগ, সরকারি নির্দেশে অভিযানে গিয়ে মাটি বোঝাই ট্রাক্টর আটক করার পর মাফিয়াদের হাতে কার্যত ‘বন্দি’ হয়ে পড়েন ডিএল এন্ড এল আরও মানবেন্দ্র হালদার। প্রাণভয়ে শেষমেশ থানায় গিয়ে রক্ষা পান তিনি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বাসুরিয়া মোড় এলাকায়।

পুলিশ সূত্রে খবর, অতিরিক্ত জেলাশাসকের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে কয়েকজন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে তপনের বাসুরিয়া এলাকায় মাটি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে যান মানবেন্দ্রবাবু। একাধিক জায়গায় অভিযান চালানোর পর, একটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করেন তিনি। চালকের কাছে বৈধ চালান দেখতে চাইলে, ২০ মার্চ ২০২৫ সালের একটি চালান দেখানো হয়। কিন্তু অভিযোগ, চালানের সঙ্গে গাড়ির নম্বরের কোনও মিল ছিল না। এরপর ট্রাক্টরটি থানায় নিয়ে যেতে গেলে, আচমকাই বেশ কয়েকজন মাটি মাফিয়া ঘিরে ধরে সরকারি গাড়ি।

অভিযোগ, মানবেন্দ্রবাবুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তারা। এমনকি মারধরের চেষ্টা পর্যন্ত হয়। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে তপন থানায় পৌঁছে পুরো ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
মানবেন্দ্রবাবু জানিয়েছেন, এই ঘটনায় তিনি মানসিকভাবে চূড়ান্ত আঘাত পেয়েছেন। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানানো হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। যাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রশ্ন একটাই—এক জন অফিসার যদি দিনের আলোয় নিরাপদ না থাকেন, তবে রাতের আঁধারে সাধারণ মানুষ কীভাবে বাঁচবে? মাটি চক্রের এই সাহস, এই আগ্রাসন কি প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি? নাকি রাজনীতির ছত্রছায়ায় বেড়ে ওঠা এক দুর্বিনীত সাম্রাজ্যের চিত্র?

এই প্রশ্নের উত্তর খুঁজছে দক্ষিণ দিনাজপুর। আর গোটা জেলা তাকিয়ে—কে রুখবে মাটি মাফিয়াদের রাজত্ব?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here