শীতল চক্রবর্তী ,তপন :—তপনের পৃথক দুটি জায়গা থেকে দুটি বিশাল আকৃতির বিষধর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।
সাপ দুটি উদ্ধার করে তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে।
সোমবার তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের মাঝিখন্ডা চৌমুনী বাজারে একটি গোডাউনে বিশাল আকৃতির একটি সাপ দেখতে পায় স্থানীয়রা।
খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশাল আকৃতির ওই বিষধর সাপ উদ্ধার করে নিয়ে যায়। জানা যায়, সাপটি কোবরা প্রজাতির।
অন্যদিকে সোমবার সন্ধ্যায় তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্তোষ কুমার দেব নামে এক ব্যবসায়ীর বাড়িতে রান্না ঘরে একটি সাপ দেখতে পান বাড়ির সদস্যরা।
দ্রুত খবর দেওয়া হয় সর্প বিশারদ কুন্তল মালাকার কে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কুন্তল বাবু। সাপটি উদ্ধার করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাপে কাটা বিষয়ে সচেতন করেন তিনি। মঙ্গলবার সাপটি বনদপ্তরের হাতে তুলে দেন কুন্তল বাবু।
জানা যায় সাপটি গোখরো প্রজাতির।