তপন:-তপনের দক্ষিণ সাদুল্যাপুরে দুদিন ধরে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ওই এলাকার পাটক্ষেতের পাশে থাকা আম গাছ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান। তদন্তে পুলিশ।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আব্দুল হালিম মণ্ডল(৬০) বাড়ি তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সাদুল্যাপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। এদিন সকালে ওই গ্রামের পাটক্ষেতের পাশে থাকা আম গাছে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় তপন থানার পুলিশ কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও মৃতের ছেলের দাবি মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তাঁর বাবা, বহু জায়গায় চেষ্টা চালিয়েও খোঁজ মেলেনি। এদিন গাছে ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে বলে দাবি তাঁর। যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এবিষয়ে মৃতের ছেলে আব্দুর রহমান মণ্ডল বলেন।