তপনের কৃষ্ণবাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটলো
শীতল চক্রবর্তী তপন ৩১শে অক্টোবর দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার তপনের কৃষ্ণবাটিতে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। সোমবার বেলা আনুমানিক ১১টা নাগাদ তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা মফিজ মোল্লা এবং তাঁর ভাই নজরুল মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নাঘর থেকে অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান। ঘটনায় দুটি পরিবারের বেশকিছু সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে যায় বলে জানা গিয়েছে। এদিকে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন স্থানীয়রা। স্থানীয়দের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে পাট, চাল, গম, সাইকেল, শোবার ঘর এবং রান্নাঘর আগুনে ভস্মীভূত হয়ে যায় বলে জানা যায়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বাড়ির মালিক জানিয়েছেন, সবকিছু শেষ হয়ে গেল আমাদের। প্রশাসন পাশে দাঁড়াক।
এদিকে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়

















