তপনের উত্তর বজরাপুকুরে আগুনে ভস্মীভূত হলো একটি বাড়ি। পাঁচটি ছাগলের মৃত্যুসহ, বাড়ির সোনার গহনা, টাকা পয়সা এবং অন্যান্য সমস্ত সামগ্রী ভষ্মিভূত আগুনে।
সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে তপন ব্লকের দুই নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বজরা পুকুরে।
স্থানীয়রা জানান, উত্তর বজরা পুকুর এর বাসিন্দা বিমল রায়। স্বামী-স্ত্রীর পরিবার তার।
এদিন সন্ধ্যায় হঠাৎ তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন
নেভানোর কাজে দ্রুত এগিয়ে আসেন স্থানীয়রা।
চালু করা হয় পাম্প সেট।
এদিকে খবরটা হয়েছিল দমকল বাহিনীকে।
যদিও তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা বলে দাবি স্থানীয়দের।
সন্ধ্যাপ্রদীপ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।
যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল বাহিনী এবং পুলিশ।
এদিকে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন ওই পরিবার।
বাড়ির সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে তাদের।
বাড়িতে খাবারের জন্য বা পরার জন্য কোন কিছু অবশিষ্ট নেই আগুনের লেলিহান শিখায়।
এমত অবস্থায় প্রশাসনিক সহযোগিতা আর্জি জানিয়েছেন অসহায় ওই পরিবার।