তক্ষক উদ্ধার ঘিরে চাঞ্চল্য নকশালবাড়িতে

0
368

তক্ষক উদ্ধার ঘিরে চাঞ্চল্য নকশালবাড়িতে।

শিলিগুড়ি:-
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির ব্লকের রায়পাড়ায় তক্ষক উদ্ধার ঘিরে উত্তেজনা!পরে স্থানীয়রা তক্ষকটি জালবন্দী করে।‌খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি উদ্ধার করে টুকরিয়াঝাড় বনদপ্তর।জানা গিয়েছে তক্ষকটি ঘরের মধ্যে ঘোরাফেরা করছিল।তক্ষক দেখে আতঙ্ক ছড়ালে ভিড় জমান স্থানীয়রা।‌স্থানীয়দের চেষ্টায় তক্ষকটি উদ্ধার করা হয়।পরে বনদপ্তর তক্ষকটি উদ্ধার করে নিয়ে যায়।‌ঘটনার শোরগোল হতেই ভিড় জমতে শুরু করে ঘটনাস্থলে‌।অন্যদিকে ঘোসপুকুর বনদপ্তরে সূত্রে জানা যায়,খবর পেয়ে তক্ষকটি উদ্ধার করা হয়েছে।তবে কোথা থেকে এলো তা এখনো জানা সম্ভব হয়নি।চিকিৎসার পরে তাকে বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হবে বলে সূত্র মারফত জানা যায়।গ্রামের ভিতরে কিভাবে জঙ্গল থেকে তক্ষক বেরিয়ে আসে,পুরো ঘটনা তদন্ত করছে বনদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here