আলিপুরদুয়ার : ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সোমবার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় এক বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা মুখ্য স্ব্যাস্থ আধিকারিক এছাড়া বিভিন্ন চা বাগানের কতৃপক্ষ উপস্থিত ছিলেন।
আলিপুরদুয়ার জেলায় এখন ওবধি ৭২ জন ডেঙ্গিতে আক্রান্ত এর মধ্যে কালচিনি ব্লকেই আক্রান্ত ৫৭ জন।
এদিন বৈঠক শেষে জেলা মুখ্য স্ব্যাস্থ আধিকারিক ডা: সুমিত গাঙ্গুলি পরিস্থিতি এখন ও ভয়াবহ কিছু হয়নি জেলার মধ্যে কালচিনিতেই আক্রান্তের সংখ্যা বেশি। তবে এখন এলাকায় বৃষ্টি হয়েছে এটা চিন্তার কারণ।
জেলাশাসক আর বিমলা জানান কালচিনি বাজার, মোদিলাইন, হ্যামিল্টণগঞ্জ এই সমস্ত এলাকা চিহ্নিত করা হয়েছে এসব এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। জেলাশাসক জানান এসমস্ত এলাকায় নর্দমা গুলো জঞ্জালে জাম হয়ে আছে এছাড়া কিছু জায়গায় অবৈধ ভাবে ড্রেন দখল করে নির্মাণের ফলে ড্রেনের জল পাস হচ্ছেনা। সেগুলো ঠিকঠাক করা হবে। জেলাশাসক জানান জনগণকে সচেতন হতে হবে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সোমবার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় এক বৈঠক আয়োজিত হয়