ডিসেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলবে না:এমনভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে

0
259

শিলিগুড়ি:-

ডিসেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলবে না।আর তিনি যাকে বীর বলেছেন তার সঙ্গে দেখা করতে দিল্লির তিহার জেলে যেতে হবে।”শুক্রবার শিলিগুড়িতে পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।শুধু তাই নয়।শনিবার দু’দিনের সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।আর তার সফর নিয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করে শুভেন্দু অধিকারী বলেন,”কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন টাকা তুলতে।”এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি।বিমানবন্দরে তাকে স্বাগত জানায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ,ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি সহ দলীয় কর্মী সমর্থকরা।বিমানবন্দর থেকে সড়কপথে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,”তৃণমূল কংগ্রেস দলটা সম্পূর্ণ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি।দলটা পরিবারবাদ,তোষণ ও দূর্নীতির উপর চলছে।তারা রাজনীতি করছে টাকা তোলার জন্য।তিনি যে ভাবছেন বীর।সেই বীরের সঙ্গে দেখা করার জন্য তিহার জেলে যেতে হবে।”তিনি আরও বলেন,”দূর্নীতিগ্রস্ত দল দূর্নীতিবাজদের সম্মান করবে এটাই তো স্বাভাবিক।এখন আত্মবিশ্বাস না দেখালে তো পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দিতে পারবে না।কাল যারা দেখা করতে গিয়েছিল পঞ্চায়েত প্রধানরা তারা সব চোর।আর ভাইপো সহ ডাকাতরা মঞ্চে বসেছিল।আত্মবিশ্বাস বজিয়ে রাখার জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারীর মধ্যে পঞ্চায়েত ভোট করবে রাজ্য সরকার।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here