পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৭ সেপ্টেম্বর–––ডিসেম্বরের মধ্যে পুরো মন্ত্রী সভাটাই ঢুকে যাবে জেলে। রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবি আই হানা প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। বুধবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার। তার কথায়, একের পর এক মন্ত্রী যেভাবে গ্রেপ্তার হচ্ছেন তাতে ডিসেম্বরের মধ্যে পুরো মন্ত্রী সভাটায় ঢুকে যাবে জেলে। আর মুখ্যমন্ত্রীও যদি জেলের ভেতরে ঢুকে যায় তদন্তের পরিপ্রেক্ষিতে, তাহলে তাদের আশঙ্কায় সত্যি হবে। তখন আর এই সরকার থাকবে না। ডিসেম্বরের মধ্যেই রাজ্যে পট পরিবর্তন হবে বলেও এদিন দাবি করেছেন তিনি। মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানার প্রসঙ্গ টেনে ধরে সুকান্ত মজুমদারের এদিন এমন উক্তি যথেষ্টই তাতপর্যপুর্ন বলেই মনে করছে রাজনৈতিক মহল। যাকে ঘিরে রীতিমতো আলোড়ন পড়েছে বিভিন্ন মহলে।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতি ইস্যুতে কার্যত বেকায়দায় পড়েছে ঘাসফুল শিবির। পিছু ছাড়ে নি কয়লাপাচার কান্ড থেকে গোরু পাচার ইশ্যুও। যাকে ঘিরে কার্যত নাস্তানুবাদ পরিস্থিতি তৃণমূল শিবিরের। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় চলছে ইডি ও সিবিআইএর হানা। এদিন সকালে সিবিআইয়ের বিশেষ টিম হানা দেয় রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। কয়লাপাচার কান্ডে যার নাম উঠে এসেছে সিবিআইয়ের হাতে। এদিন বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে প্রসঙ্গ টেনে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার বলেন, চারিদিকে তারাও শুনতে পাচ্ছেন ডিসেম্বরের মধ্যে এই সরকারটি ভেঙে যাবে। রোজ যেভাবে দুর্নীতির দায়ে একের পর এক মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে তাতে পুরো মন্ত্রীসভাটাই জেলে যাবার উপক্রম তৈরি হয়েছে। এখন মলয় বাবু কখন পার্থর কাছে যাবে তারই অপেক্ষা করছেন তারা।