ডিমে ‘আড়াই টাকার ফাঁক’! প্রশাসনের দরজায় অঙ্গনওয়াড়ি কর্মীরা, ভোট বয়কটের হুঁশিয়ারি

0
44

ডিমে ‘আড়াই টাকার ফাঁক’! প্রশাসনের দরজায় অঙ্গনওয়াড়ি কর্মীরা, ভোট বয়কটের হুঁশিয়ারি

বালুরঘাট, ৩০ ডিসেম্বর —- ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ালো জেলাশাসক দফতর চত্বর। সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতির বিক্ষোভে থমকে গেল শহরের থানা মোড় এলাকা। প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, বাজারে যেখানে প্রতি ডিমের দাম ৯ টাকা ছুঁয়েছে, সেখানে সরকারি বরাদ্দে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য ধরা হয়েছে মাত্র সাড়ে ৬ টাকা। ফলে প্রতি ডিমে আড়াই টাকার ঘাটতি কীভাবে পূরণ করা হবে, সেই প্রশ্নেই প্রশাসনের কাছে জবাব দাবি করেন তাঁরা। কর্মীদের বক্তব্য, এই অবস্থায় শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে।
ডিমের দামের সমাধান-সহ মোট তিন দফা দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। সমিতির নেত্রী লতা বিশ্বাস বলেন, “উন্নয়নের প্রচার সর্বত্র, কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বাস্তব চিত্র বদলায়নি। অবিলম্বে সমস্যার সমাধান না হলে জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী বিধানসভা ভোট বয়কটের পথে হাঁটবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here