শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর ,৮ আগষ্ট, দক্ষিণ দিনাজপুর-মধ্যরাতে সক সর্কিট থেকে আগুন গেলে রাস্তার পাশে থাকা পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার গভিররাতে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ধানার ডিটল এলাকায় ৫১২ নম্বর সড়কের পাশে ।দোকান মালিকদের দাবি প্রায় কয়েক লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে সেখানে থাকা দোকান মালিকদের ।বুনিয়াদপুর থেকে দমকলের দুটি ইঞ্জিল৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে৷এদিকে শনিবার সকালে ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করেন রাজনৈতিক দলের নেতারা। খোঁজ খবর নেওয়া হয় ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের তরফেও।

বংশীহারী থানার ডিটল এলাকায়৫১২ নম্বর সড়কের পাশেই কেউ বা সাইকেলের দোকান ,কারো কাপুরে দোকান, ফলের দোকান সহ বেশ কয়েকটি দোকান রয়েছে। এই সমস্ত দোকান চালিয়েই ওই এলাকার দোকানদারেরা তাঁদের সংসার পরিচালনা করে থাকেন। শুক্রবার রাতে এলাকার বাসিন্দারা মধ্যরাতে হঠাৎ করে দেখতে পান দোকানগুলি মধ্যে একটি দোকান থেকে দাওদাও করে আগুন জ্বলছে।বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেন বুনিয়াদপুর সমকল বিভাগে। এলাকবাসীও সঙ্গে সঙ্গে সেখানে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তাঁরা বর্ণ হন।পরে দমকলের দুটি ইজিত ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।এক দোকানের মালিক জানালেন, তাঁর সব শেষ হয়ে গেল। কি করে যে দিন পার করবেন তা তিনি ভেবেই পাচ্ছে না। তিনজন এলাকাবাসী জানালেন সক সার্কিট থেকে আগুন লেগেই এমন ঘটনা ঘটেছে দমকলের ইঞ্জিল আবো আ আসলে ভালো হত।সরকার পাশে দাঁড়ালে খুবই ভালো হয়।
শুক্রবারের রাতের পর শনিবার এলাকার নেতারা গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসনের তরফে এই দোকানদারদের সঙ্গে কথা বলে সহযোগীতা করার আশ্বাস দেন।এমন ঘটনাস এলারা বাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।