পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৪ আগস্ট ––– ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতেও বাড়েনি বাসের ভাড়া। ১৪ আগস্ট বেসরকারি গণপরিবহন বাঁচাও দিবস পালন করল মালিক পক্ষ। শনিবার বালুরঘাট মোটর অনার্স অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত হয় এমন কর্মসূচী ।যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী সহ অন্যান্য বাস মালিকরা ।

আন্দোলনকারীদের দাবি, বেসরকারি পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত পরিবারগুলি বর্তমানে নানা সমস্যায় জড়িয়ে পড়েছেন । ডিজেল সহ অন্যান্য সামগ্রীর দাম বাড়লেও, বাড়ছে না বাসের ভাড়া । ফলে রাস্তায় বাস চালাতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়ছেন তারা । সরকারের কাছে সাহায্যের এদিন করুন আবেদনও জানিয়েছেন তাঁরা ।

বালুরঘাট বাস মালিক এসোসিয়েশনের পক্ষে অমিতাভ ঘোষ বলেন, বাস চালাতে গিয়ে তারা চরম সমস্যায় পড়েছেন। ডিজেলের দাম প্রতিদিন বেড়ে চললেও বাড়েনি বাসের ভাড়া। আর তাই এদিন এমন অভিনব প্রতিবাদ জানিয়েছেন।