ডিজের উপর কড়া নিষেধাজ্ঞা জারী করেই কালীপূজার বৈঠক প্রশাসনের, অফলাইনেই মিলবে পুজোর অনুমতিপত্র

0
291

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৩ অক্টোবর–– ডিজের উপর কড়া নিষেধাজ্ঞা জারী করেই কালীপুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক জেলা প্রশাসনের। বৃহস্পতিবার বালুরঘটের বালুছায়া সভাগৃহে পৌরসভার অন্তর্গত ৬১টি ক্লাব উদ্যোক্তাদের পুজোর অনুমতি সংক্রান্ত আলোচনা হয়। তবে অনেক পুজো উদ্যোক্তাদেরই এদিন অনুপস্থিত থাকতে দেখা গেছে। যে বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট মহকুমা শাসক সুমন দাসগুপ্ত, ডিএসপি সদর সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, দমকল সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা । দুর্গাপুজার অনুমতি অনলাইনে হলেও এবারে কালীপুজোয় অফলাইনে আবেদন করতে হবে ক্লাব উদ্যোক্তাদের । এদিন ক্লাব সংগঠনগুলিকে ফর্ম বিলি করা হয়েছে প্রশসনের তরফে । আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তিনটি করে সেট তৈরীর কথাও বলা হয়েছে । 

বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন, ডিজে কোন ভাবেই ব্যবহার করা যাবে না । আগের বারের অনুমতিপত্র সংগ্রহ করে এবারে আবেদন পত্রের সঙ্গে দিতে হবে । সমস্ত নিয়ম মানলেই অনুমতি মিলবে পূজার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here