ডিজিপে সখীর মাধ্যমে ঘরে বসেই মিলবে ব্যাঙ্কিং পরিষেবা, দক্ষিণ দিনাজপুরে প্রথমবারের জন্য উদ্বোধন জেলাশাসকের

0
434

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৩ আগষ্ট—  দুয়ারে সরকারের আদলে এবার গ্রামের মানুষ ঘরে বসেই পাবেন ব্যাঙ্কিং পরিসেবা। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই দেবেন এই ব্যাঙ্কিং পরিষেবা। প্রয়োজন ভিত্তিতে বায়োমেট্রিক মেশিনে আঙ্গুলের ছাপ দিয়েই টাকা তুলতে পারবেন গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে এব্যাপারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়োগ করে তাঁদের প্রশিক্ষন দেওয়ার কাজও সম্পন্ন করা হয়েছে।

“ডিজি-পে-সখী” নামক এই মহিলারা গ্রাহকদের বাড়ির দরজায় গিয়ে পৌঁছে দেবেন এই ব্যাঙ্কিং পরিষেবা। সোমবার বালুরঘাটে এই পরিসেবার উদ্বোধন করেন জেলাশাসক আয়েশা রানী। প্রথমাবস্থায় জেলার বিভিন্ন ব্লকের মোট ২৭ জন মহিলাকে ডিজি-পে-সখী হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রশিক্ষন দেওয়ার পাশাপাশি তাঁদের পরীক্ষাও নিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ব্যাংকিং এন্ড ফিনান্স এন্ট্রান্স এক্সামিনেশনের তরফে। সেই পরীক্ষায় পাশ করা ২৭ জন মহিলাকে এদিন জেলাশাসক আয়েষা রানী তুলে দিয়েছেন ডিজিটাল মেশিনপত্রও।    

জেলাশাসক আয়েশা রানি জানিয়েছেন, ডিজি-পে-সখী’র মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ বাড়িতে বসেই ব্যাংক একাউন্টে বিভিন্ন প্রকল্পের ভাতা ও গচ্ছিত টাকা তুলতে পারবেন। বিনিময়ে এই কাজে নিযুক্তদের কমিশনের ব্যবস্থাও রয়েছে। বর্তমানে অল্পসংখ্যক এলাকায় এ সুবিধা দেওয়া হলেও আগামীতে ১০০ শতাংশ সম্পন্ন করা হবে।


  ডিজি-পে-সখী মর্জিনা বিবি জানিয়েছেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এমন সুযোগ দেওয়ায় আমরা আনন্দিত। গ্রামের মানুষের সুবিধার্থে বাড়িতে বাড়িতে পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও সংসদ ভিত্তিক একটি স্থায়ী ঠিকানা থেকেও পৌঁছে দেওয়া হবে এই পরিষেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here