ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং প্রাপ্তদের ২৫ টি ইমারজেন্সি রেসপন্স কিট ডিস্ট্রিবিউশন করা হলো বংশীহারী ব্লকের পক্ষ থেকে

0
513

ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং প্রাপ্তদের ২৫ টি ইমারজেন্সি রেসপন্স কিট ডিস্ট্রিবিউশন করা হলো বংশীহারী ব্লকের পক্ষ থেকে।

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর সহ ও বংশীহারী ব্লকের বেশ কয়েকটি জনবহুল এলাকা রয়েছে। বর্ষার সময় জনবল এলাকা গুলিতে ২০১৭ সালে ও ২০২৩ সালে বড় বন্যাও দেখা দিয়েছিল। বহু ক্ষতির পাশাপাশি বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বহু মানুষজনদের। প্রাকৃতিক দুর্যোগে বা যেকোনো দুর্যোগের সময় সহযোগিতা করবার জন্য বুনিয়াদপুর শহরের ও বংশীহারী ব্লক এরিয়ার বেশ কিছু ভলেন্টিয়ার্স দের ডিজাস্টাস ম্যানেজমেন্ট এর ট্রেনিং দেওয়া হয়েছে একাধিকবার। সেই ট্রেনিং প্রাপ্ত ২৫ জন ভলেন্টিয়ার্স দেরকেই ইমারজেন্সি রেসপন্স কিটের একটি করে ব্যাগ দেওয়া হলো। এই ইমারজেন্সি রেসপন্স কিটের যেই সমস্ত জিনিসপত্র গুলি দেওয়া হয়েছে যে কোনো দুর্যোগে এই জিনিসগুলো অস্ত্রের মত কাজ করবে বলে জানিয়েছেন বিডিও।

এ বিষয়ে বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল জানিয়েছেন আমরা আজকে ২৫ জন ট্রেনিং প্রাপ্ত ভলেন্টিয়ার্স দের হাতে এমার্জেন্সি রেসপন্স কিট তুলে দিলাম। প্রাকৃতিক বা যেকোনো দুর্যোগে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য এ সমস্ত জিনিস গুলি অস্ত্র হিসেবে কাজে লাগবে বলে দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here