জলপাইগুড়ি, ২ জুলাই: জলপাইগুড়ি পুরসভার পাহাড়পুর অঞ্চল অন্তর্গত বালাপাড়াতে ডাম্পিং গ্রাউন্ডের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্প হওয়ার কথা ছিল তা বাস্তবায়িত হয়নি এখনো। ফলে ক্ষোভের সঞ্চার হচ্ছে বালাপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, মশা-মাছি এবং দুর্গন্ধের জন্য বাড়িতে টেকাই দায় হয়ে পড়েছে। উল্লেখ্য প্রায় দেড় বছর আগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রকল্পটি ডাম্পিং গ্রাউন্ডে পাশে একটি জায়গায় হওয়ার কথা থাকলেও স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলেরই স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাধার মুখে পড়ে সেই প্রকল্পটি পুনরায় ডাম্পিং গ্রাউন্ডেই করার কথা বলা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। সূত্রের খবর, এ বিষয়ে 12 কোটি টাকা স্যাঙশন করা হয়েছিল। কিন্তু জায়গা স্থানান্তরিত হওয়ার সে কাজ বাস্তবায়িত হয়নি বলে পুরসভা সূত্রে খবর। প্রকল্পটি করা নিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল তৎকালীন পৌরসভার চেয়ারম্যান মোহন বসুকে। কিন্তু দেড় বছর কেটে গেলেও প্রকল্প বাস্তবায়িত হয়নি। ডাম্পিং গ্রাউন্ড থেকে দুর্গন্ধ বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়াচ্ছে বলে অভিযোগ। স্থানীয় এক বাসিন্দা জানালেন তাদের খুব অসুবিধা হচ্ছে দুর্গন্ধে, পাশাপাশি মশা-মাছির উপদ্রব বেড়েছে এলাকায়। এ বিষয়ে ডাম্পিং গ্রাউন্ড এর দায়িত্বে থাকা পুরসভার ইনচার্জ ফজরুল ইসলাম জানান তারা দূর্গন্ধ দূর করতে সবসময়ই ব্রিচিং ও অন্যান্য ওষুধ স্প্রে করছেন। এ বিষয়ে পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সন্দ্বীপ মাহাতো জানান, যেহেতু প্রকল্পটির স্থান পরিবর্তন হয়েছে তাই নতুন করে সেটিকে ডিপিআর করতে হয়েছে। তাই নতুন করে ডিপিআর করতে ও তা বাস্তবায়নে একটু সময় লাগছে। তবে দ্রুতই এ সকল সমস্যার সমাধান হবে বলেও জানান সন্দীপবাবু ।অন্যদিকে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ জানান তৃণমূল দলের অন্তর কলহের ফলেই এই সমস্যা। মানুষ সমস্যার মধ্যে রয়েছেন।এর আগেও সমস্যার সমাধানে উপায় স্থানীয়রা আন্দোলন করেছিলেন। একুশের আগামী বিধানসভায় বিজেপি ক্ষমতায় এসে মানুষের এ সমস্যা সমাধানে সচেষ্ট হবে বলে জানান শ্যাম প্রসাদ বাবু।
Home  বাংলা  উত্তর বাংলা  ডাম্পিং গ্রাউন্ড থেকে দুর্গন্ধ বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়াচ্ছে বলে অভিযোগ।
 
                





















