ডাকাত দলের আরোও দুই পান্ডাকে গ্রেপ্তার করলো এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ

0
456

শিলিগুড়ি:-

ডাকাত দলের আরোও দুই পান্ডাকে গ্রেপ্তার করলো এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।গত ১১ই জুন নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মাদানী বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্যশ্য দশ বারোজন দুস্কৃতির একটি দল জড়ো হয়েছিল মাদানী বাজারে।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।ধৃত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরো কয়েকজনের পরিচয় জানতে পারে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।অবশেষে গত রবিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোরামোড় থেকে থেকে আরও দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃত দুই ব্যক্তির নাম বাবলু বিশ্বাস,বাড়ী দেশ্বন্ধুপাড়ায়,এবং বাবলু রায় সিপাই পারার বাসিন্দা।ধৃত দুই ব্যক্তিকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here