শিলিগুড়ি:-ডাকাতির আরোও তিন পান্ডাকে গ্রেপ্তার করলো এনজেপি থানার পুলিশ।গত শুক্রবার ডাকাতির উদ্যশ্য জড়ো হয়েছিল ফুলবাড়ি এলাকায় বেশ কয়েকজন দুস্কৃতি।তবে গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশী আগ্নেঅস্ত্র ও একটি কার্তুজ সহ ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।দলের বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ সুত্রে জানা যায়,গত শুক্রবার রাত্রে ফুলবাড়ি বাজার এলাকায় ৮ থেকে ১০ জন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির উদ্যশ্য জড়ো হয়।গোপন সুত্রের খবরের সেখানেই দুস্কৃতিদের ধরতে ঘাটি গাড়ে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।তবে পুলিশের হাত থেকে বেশ কয়েকজন দুস্কৃতি পালিয়ে যেতে সক্ষম হলেও ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।পরবর্তিতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোজ শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।মেলে সাফল্য,সোমবার রাত্রে এনজেপি নেতাজি মোড় সংলগ্ন এলাকায় পুলিশের জালে ধরা পরে ডাকাত দলের আরোও তিন পান্ডা।ধৃতরা হলেন,এম ডি কাওশার,১৯ বাড়ি শিলিগুড়ি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রাজাহোলি,দিপু মন্ডল,২২ বাড়ি কানকাটা মোড়,ও জয় পাল ১৮,বাড়ি সেন্ট্রাল ব্যাংক ৩৫ নম্বর ওয়ার্ড।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।