ডাইনি অপবাদে প্রাণে মারার হুমকি। ব্যাপক চাঞ্চল্য বালুরঘাট থানার বিরোহীনি গ্রামে

0
37

লোকেশন: বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর

বালুরঘাটের বিরোহিনী গ্রাম… শান্ত, ছোট্ট গ্রামটা হঠাৎই কেঁপে উঠেছে এক ভয়ংকর অভিযোগে।
একজন বৃদ্ধ, নাম সুনীল কিস্কু, বয়স প্রায় সত্তর। তাঁর বিরুদ্ধে অভিযোগ — তিনি নাকি ডাইনি!

হ্যাঁ, ঠিকই শুনছেন — একবিংশ শতাব্দীতেও এই বিশ্বাসের ছায়া এখনো মুছে যায়নি।
গ্রামের এক যুবতী অসুস্থ হয়ে পড়েছেন বহুদিন ধরে। সেই অসুস্থতার দায় চাপানো হয়েছে এই বৃদ্ধের ঘাড়ে।

তারপর ৮ অক্টোবর—রাতের অন্ধকার নামার আগেই গ্রামে ডাকা হয় এক সালিশি সভা।
সেখানে ‘রায়’—সুনীল কিস্কু নাকি ডাইনি! আর বলা হয়, “গ্রাম না ছাড়লে শেষ করে দেওয়া হবে!”

বৃদ্ধ থানায় অভিযোগ জানান। কিন্তু অভিযোগের পরও নীরব পুলিশ।
তারপর যা ঘটল—তাতে যেন রহস্য আরও ঘনিয়ে এল।

অভিযোগ, ফের হুমকি দিতে আসে ওই দল। বাড়ি থেকে হারিয়ে যায় প্রায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা!
ভয়ে কাঁপতে থাকা বৃদ্ধ এবার সাহায্য চান আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের কাছে।

অবশেষে মঙ্গলবার, সংগঠনের নেতৃত্বদের সঙ্গে নিয়ে তিনি আবার হাজির বালুরঘাট থানায়।
আটজনের নামে লিখিত অভিযোগ দায়ের।

এখন প্রশ্ন একটাই—
ডাইনি অপবাদে হারিয়ে যাবে কি আরেকটা নিষ্পাপ জীবন?
না কি এবার ন্যায় পাবে বিরোহিনীর সেই বৃদ্ধ সুনীল কিস্কু?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here