ঠিকাদারের গাফিলতি! কুমারগঞ্জে নির্মীয়মান কালর্ভাটে পড়ে মৃত্যু সাইকেল চালকের

0
181

ঠিকাদারের গাফিলতি! কুমারগঞ্জে নির্মীয়মান কালর্ভাটে পড়ে মৃত্যু সাইকেল চালকের। পুলিশকে দেহ উদ্ধারে বাধা, বিক্ষোভ বাসিন্দাদের

বালুরঘাট, ২৮ মে —- ঠিকাদারের গাফিলতি! রাতের অন্ধকারে নির্মীয়মান কালর্ভাটে পড়ে মর্মান্তিক মৃত্যু সাইকেল চালকের। প্রতিবাদে দেহ তুলতে বাধা, পুলিশকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের। বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় কুমারগঞ্জের মোহনা গ্রাম পঞ্চায়েতের অমৃতপুর এলাকায়। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।
পুলিশ জানিয়েছে মৃত ওই সাইকেল চালকের নাম সুশীল চন্দ্র দাস (৫৯)। বাড়ি কুমারগঞ্জের মাধবপুর এলাকায়। পেশায় মুদি ব্যবসায়ী সুশীল বাবু মঙ্গলবার দামোদরপুর এলাকায় গিয়েছিল তার নিকট আত্মীয়র সৎকাজে। যেখান থেকেই সাইকেল চালিয়ে ঐদিন রাতে মাধবপুরের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে অমৃতপুর এলাকায় রাস্তার মাঝে নির্মিয়মান কালর্ভাটে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে ওইদিন রাতে বৃদ্ধ সুশীল বাড়িতে না ফেরায় চরম দুশ্চিন্তায় পড়েন তাঁর পরিবারের লোকেরা। এদিন সকালে অমৃতপুর এলাকায় ওই খবর পেয়ে এলাকায় ছুটে গিয়ে সুশীলের মৃত শরীর দেখে কান্নায় ভেঙে পড়েছেন তার ছেলে সহ পরিবারের লোকেরা। ঘটনা নিয়ে ঠিকাদারের কাজের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন মৃতর পরিবারের লোক সহ এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, অন্ধকার রাস্তায় নির্মীনমান কালর্ভাটের সামনে কোন ব্যারিকেড না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনা নিয়ে ওই ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও সরব হয়েছে মৃতর পরিবারের লোকেরা। জানা গেছে, মোহনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিরোজপুর থেকে মাধবপুর পর্যন্ত এলাকায় বেশকিছু কালর্ভাট নির্মানের সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। অমৃতপুর এলাকায় যারই কাজ চালাচ্ছিলেন বালুরঘাটের স্থানীয় এক ঠিকাদার। গ্রাম্য এলাকায় যেখানেই ব্যারিকেড ও সতর্কবার্তা বোর্ড না টাঙাবার অভিযোগ উঠেছে ওই ঠিকাদারের বিরুদ্ধে। আর যে কারনেই রাতের অন্ধকারে সাইকেল নিয়ে বাড়ি ফিরবার সময় এমন মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছেন ওই ব্যক্তি। এদিন সকাল থেকে ওই ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে ওই ব্যক্তির দেহ তুলতে গেলে পুলিশকে বাধা প্রদান করেন স্থানীয় বাসিন্দারা, চলে তাদের ঘেরাও করে বিক্ষোভও। যদিও পরবর্তীতে কুমারগঞ্জ থানার আইসির হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

মৃতর ছেলে সুদর্শন দাস বলেন আত্মীয়র সৎ কাজ সেরে রাতের অন্ধকারে বাড়ি ফিরছিলেন বাবা। পথে নির্মীয়মান কালভার্টে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। কোনরকম নেশাতে আসক্ত ছিল না বাবা। ঠিকাদারের গাফিলতির কারণে তার বাবার মৃত্যু হয়েছে। ওই ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

রাজীব মঞ্জু নামে অপর এক ব্যক্তি বলেন, নির্মীয়মান কালভার্টের দু’পাশে ব্যারিকেড ও সতর্কবার্তা লাগানো থাকলে এমন মর্মান্তিক ঘটনা ঘটতো না। ওই বৃদ্ধর মৃত্যুর জন্য ঠিকাদারই দায়ী।

কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার জানিয়েছেন, কালভার্টে পড়ে গিয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের তৎপরতায় তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here