উত্তর দিনাজপুর:-রাস্তা নির্মাণের দুর্নিতির অঅভিযোগ তুলে গ্রামের মানুষেরা একত্রিত হয়ে কাজের বরাদ্য পাওয়া ঠিকদার সংস্থার লাগানো ভূয়ো রাস্তা নির্মাণের বোর্ড খুলে এনে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ গ্রাম বাসিদের।ঘটনা জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েত।গ্রামের মানুষেরা পঞ্চায়ের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়।অভিযোগ বাহিন হাইমাদ্রাসা থেকে সাই দিঘি পর্যন্ত প্রায় তিন কিলো মিটার রাস্তার কাজ হবার কথা থাকলে অর্ধের মতো রাস্তা নির্মাণ হলেও বাকি রাস্তা নির্মাণ না করেই কাজের বরাদ্দ্য পাওয়া ঠিকাদার সংস্থা কাজের সম্পূর্ন রাস্তার কাজের বরাদের ১ কোটি ৭১ লক্ষ টাকার উল্লেখ করা আছে।প্রশ্ন উঠেছে যেখানে সম্পূর্ন রাস্তার কাজ না করে রাস্তার কাজের পূর্নাঙ্গের বোর্ড লাগানো হলো।রাস্তার সে অংশ বেশি বিপদ জনক অবস্থায় রয়েছে সেই অংশের কাজ হয়নি।ফলে প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামের মানুষদের।গ্রামবাসিরা ঘটনার পূর্নাঙ্গ তদন্ত এবং ঘটনায় জরিত অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ঠিকদার সংস্থার লাগানো ভূয়ো রাস্তা নির্মাণের বোর্ড খুলে এনে গ্রাম পঞ্চায়েত অফিসের...






















