শিলিগুড়ির রাঙাপানি নির্মলজোত এলাকায় ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে এলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের DRM সুরেন্দ্র কুমার গুপ্তা।মঙ্গলবার সকালে তিনি ওই এলাকায় যান এবং বর্তমানে ট্রেন লাইন স্বাভাবিক করার যে কাজ চলছে তা খতিয়ে দেখেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান দুর্ঘটনার পর থেকেই রেলকর্মীরা তৎপরতার সঙ্গে বিপর্যয় মোকাবেলা এবং লাইন স্বাভাবিক করার কাজ শুরু করে।গতকাল সন্ধ্যার মধ্যেই আপ লাইনে ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রায়াল রান হয়।এদিন সকালে ডাউন লাইনেও ইলেকট্রিক লোকো দিয়ে ট্রায়াল হয়।কয়েক ঘন্টার মধ্যে দুটি লাইনই স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি।তিনি আরো বলেন এই দুর্ঘটনা নিয়ে আজকে থেকে তদন্ত শুরু হচ্ছে।আজকে এবং কালকে প্রত্যক্ষদর্শী,রেল কর্মীসহ সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে কিছু গাফিলতির অভিযোগ উঠে এসেছে তা যাচাই করে দেখা হবে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে এলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের DRM সুরেন্দ্র কুমার...
















