রাতে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর হার ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো শনিবার। জানা গিয়েছে এদিন রাতে রাধিপাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেনে কালিয়াগঞ্জ থেকে ট্রেনে চেপে রায়গঞ্জে আসছিলেন রজনী প্রসাদ নামে এক মহিলা যাত্রী। ট্রেন রায়গঞ্জ স্টেশনে ঢোকার আগেই চলন্ত ট্রেন থেকে হার তাঁর গলারবসোনার হার ছিনতাই করে নেমে পরে এক দুষ্কৃতী। সাহসিকতার পরিচয় দিয়ে ট্রেন থেকে নেমে দুষ্কৃতীকে পিছু ধাওয়া করেন ঐ মহিলা। এরপরেই ঐ দুষ্কৃতিকে ধরে ফেলে স্থানীয় মানুষজন। শুরু হয় গনপিটুনি। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে ঐ দুষ্কৃতিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।