আলিপুরদুয়ারঃ। ট্রেনের স্টপেজের দাবিতে কালচিনি স্টেশনে স্মারকলিপি জমা দিলেন কালচিনি ব্যবসায়ী সমিতির সদস্যরা। শীঘ্র কোনো পদক্ষেপ না নিলে আগামীতে রেল অবরোধ করার হুঁশিয়ারি ব্যবসায়ীদের। তারা জানান, ডিমা, রায়মাটাং, কালচিনি, চিনচুলা সহ একাধিক বাগানের শ্রমিক ও ব্যবসায়ীরা এই কালচিনি স্টেশনের ওপর নির্ভর। তবে করোনাকালের ও স্টেশন থেকে শিলিগুড়িগামী একাধিক প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ থাকলেও বর্তমানে তা নেই। যার কারনে সমস্যায় পড়েছে শ্রমিকদের পাশাপাশি শ্রমিক মহল্লার পড়ুয়ারা ও ব্যবসায়ীরা। এদিন ব্যবসায়ীরা কালচিনি চৌপথি এলাকা থেকে র্যালি করে কালচিনি স্টেশনে এসে স্টেশন মাস্টারকে স্মারকলিপি জমা দেন। ব্যবসায়ীদের দাবি, পুরোনো প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ সহ মহানন্দা, ক্যাপিটাল এক্সপ্রেসের মতো দূর পাল্লার স্টপেজেও এই স্টেশনে দিতে হবে। আর দাবি পূরণ না হলে আগামীতে রেল অবরোধে শামিল হবে বলেও হুঁশিয়ারি দেন ব্যবসায়ী সমিতির সদস্যরা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ট্রেনের স্টপেজের দাবিতে কালচিনি স্টেশনে স্মারকলিপি জমা দিলেন কালচিনি ব্যবসায়ী সমিতির সদস্যরা।...