কোচবিহার – :মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের খাটের বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম বলরাম বর্মন।ওই ব্যক্তির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি মদ্যপান করে ট্রেনের সামনে আসায় এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে।