ট্রাক্টর চালকদের নিয়ে সচেতনতা আলোচনা শিবিরের আয়োজন করলো গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে

0
519

গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ট্রাক্টর চালকদের নিয়ে সচেতনতা আলোচনা শিবিরের আয়োজন করলো গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে                                                গঙ্গারামপুর ২৮ মে দক্ষিণ দিনাজপুর :- ট্রাক্টর চালকদের নিয়ে সচেতনতা আলোচনা শিবিরের আয়োজন করলো গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে । দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতনতা শিবির করা হলো ট্রাক্টর চালক ও মালিকদের নিয়ে ট্রাফিক অফিসের সামনে। পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইফ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় lযেখানে উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একাধিক কর্মকর্তারা। এমন আলোচনায় দুর্ঘটনা কমবে বলে আশাবাদী ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ।                         গঙ্গারামপুর শহরের মধ্যেই পুনর্ভবা নদী ঘাট রয়েছে। গঙ্গারামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম হালদারপাড়া ও ৬ নম্বর ওয়ার্ডের পিডব্লিউটিপাড়া ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্রনায়নপুর কলোনি ৯ নম্বর ওয়ার্ডে বোরডেঙ্গি এছাড়াও  ৪নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া বানগড় কলোনি, ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ি ঘাট গুলি থেকে বালি তুলে ব্যবসা করে থাকেন সিজন গুলিতে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা যুবকেরা। অভিযোগ ওঠে অনেক সময়ে টলিতে করে বালি নিয়ে আসার সময় বালি না ঢেকে রাস্তা দিয়ে চলাচল করে বলে অভিযোগ ওঠে ।এমনকি স্কুল চলাকালীন সময়েও ওই সমস্ত বালির গাড়িগুলিও কোন নিয়ম না মেনে চলাচল করার ফলে মানুষজনদের চরম বিপদের মধ্যে পড়তে হয়।ফলে বিভিন্ন সময়ে অভিযোগ করেন পথ চলিত মানুষজনেরা। যে বিষয়টি কানে যায় গঙ্গারামপুর ট্রাফিক ওসির কাছে সমস্যার সমাধান করার জন্য গঙ্গারামপুর থানাতে আলোচনা সভা করেন ট্রাফিক ওসি। এদিন ট্রাফিক অফিসের সামনে ওই সমস্ত ট্রাক্টার চালক ও তাদের মালিকদের নিয়ে আলোচনা সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা ,গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রঞ্জিত দাস সহ গঙ্গারামপুর থানার ট্রাফিকের পুলিশের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।                  এবিষয়ে ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা জানিয়েছেন, মানুষজনদের সচেতন করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যাক আমি করা হবে।                                                           এবিষয়ে গঙ্গারামপুর ট্রাফিক ওসি রঞ্জিত দাস জানিয়েছেন, আমরা জেলা পুলিশ সুপারের নির্দেশে কাজ করে যাচ্ছি আগামীদিনের দুর্ঘটনার যাতে আরো কমে তার জন্য এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here