টোটো চালক দের অবৈধ রাস্তা দখল, সরকারি অফিস চত্বরে যানজট, ট্যাক্সি ট্যাক্সি ট্র্যাকার ও যাত্রীবাহী ম্যাজিক ভ্যান এর অবৈধ পার্কিং রুখতে কঠোর হাতে পথে নামল পুলিশ।

0
632

মালদা:- টোটো চালক দের অবৈধ রাস্তা দখল, সরকারি অফিস চত্বরে যানজট, ট্যাক্সি ট্যাক্সি ট্র্যাকার ও যাত্রীবাহী ম্যাজিক ভ্যান এর অবৈধ পার্কিং রুখতে কঠোর হাতে পথে নামল পুলিশ। উল্লেখ্য গাজোল ব্লকের ব্লক গেট সংলগ্ন এলাকা থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত ফুটপাত বিভিন্ন কারণে অবৈধভাবে দখল হয়ে থাকার কারণে গাজোল ব্লকের ব্যস্ততম এই রাস্তাটি সবসময়ই যানজট হয়ে থাকে। তবে যেসব কারণে এই রাস্তা গুলিতে যানজট সৃষ্টি হয় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল গাজোল থানার পুলিশ।আজ গাজোল থানার অন্তর্গত বিভিন্ন ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে থাকা অফিসার মনসুর আলীর নেতৃত্বে ব্লক গেট সংলগ্ন এলাকা থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত অবৈধ জবরদখল করে থাকা ফুটপাত মুক্ত করা হয়। বিভিন্ন রুটে চলা গাড়ি গুলির নতুন করে স্ট্যান্ড নির্ধারণ করা হয় যার ফলে স্বাভাবিকভাবেই ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকবে এবং যানজট মুক্ত থাকবে এমনটাই মনে করছেন পুলিশ কর্মকর্তা থেকে সাধারণ মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here