জলপাইগুড়ি:-
টোটো চালকের সহায়তায় খোয়া যাওয়া স্মার্টফোন ফিরে পেলেন যুবক।
টোটোচালকদের বিরুদ্ধে হামেশাই ট্রাফিক নিয়ম না মানার অভিযোগ উঠে থাকে, যার জেরে নাকাল হতে হয় ট্রাফিক পুলিশকে। তবে এদিন এক টোটোচালকই ট্রাফিক পুলিশের সহায় হলেন।
শনিবার দুপুরে জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া এলাকায় একটি স্মার্টফোন কুড়িয়ে পান চঞ্চল নামে এক টোটোচালক। তিনি সেই ফোন তুলে দেন ওই এলাকায় ট্রাফিকে কর্তব্যরত সিভিকের কাছে। সিভিক ভলান্টিয়ার সেটি সদর ট্রাফিক অফিসে জমা করেন। ট্রাফিকের তরফে খোয়া যাওয়া মোবাইলের মালিকের খোজ বের করে তাকে ট্রাফিক অফিসে ডেকে পাঠান এবং মোবাইলটি তার হাতে তুলে দেন। মোবাইল পেয়ে হাফ ছেড়ে বাচেন যুবক। শরিফ খান নামে ওই যুবক জানিয়েছেন, ফোনে তার অনেক গুরুত্বপূর্ণ নথি ছিলো, তাই ফোন খোয়া যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন। ট্রাফিক পুলিশের তরফে ওই টোটোচালকের সততার
প্রশংসা করা হয়।