টোটো চলাচলের চ্যালেঞ্জ নিয়ে পুজোর গাইড ম্যাপ প্রকাশ পুলিশ সুপারের

0
719

দুর্গাপুজোতে শহর দাপাবে টোটোই! টোটো চলাচলের চ্যালেঞ্জ নিয়ে পুজোর গাইড ম্যাপ প্রকাশ পুলিশ সুপারের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ অক্টোবর ——— পুজোতে শহর দাপাবে টোটো। চ্যালেঞ্জ নিয়েই পুজোর গাইড ম্যাপ প্রকাশ জেলা পুলিশ সুপারের। সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। যেখানে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম সহ সমস্ত পুলিশের কর্মকর্তারা। এদিন শুরুতেই পুজোর কয়েকটি দিনে বেশকিছু সতর্ক বিধি নিয়ে প্রকাশিত হ্যান্ডবিল নিয়ে আলোচিত হয়। যেখানে জনসাধারণ কে সচেতন করার একাধিক বার্তা দেওয়া হয়েছে। বালুরঘাট ও গঙ্গারামপুরের জন্য প্রকাশিত দুটি গাইড ম্যাপেই যানজট রুখতে একমুখী রুটের উল্লেখ করা হয়েছে প্রশাসনের তরফে। এছাড়া পুজোর কয়েকটি দিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ২৫০ টি সিসিটিভির নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, নিরাপত্তার দিকটি বিশেষ লক্ষ্য রেখে বাড়তি নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে দুটি শহরেই বাড়ানো হয়েছে সিসিটিভির নজরদারির। এছাড়া টোটোর যানজট কমাতে একমুখী রাস্তা বেছে নেওয়া হয়েছে উভয় শহরেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here