সিবিএমসি বোর্ডের অন্তত টেকনো ইন্ডিয়া গুপ অফ পাবলিক স্কুল গঙ্গারামপুর স্কুলের তরফে ইন্টার স্কুল পর্যায়ে বিরাট আকারে প্রতিযোগীতা মূলক বসে আকো ও নৃত্যের প্রতিযোগীতার আয়োজন করা হয় গঙ্গারামপুর নারই টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল গঙ্গারামপুরের স্কুলে।সেখানে গঙ্গারামপুর ,তপন বুনিয়াদপুর, পতিরাম সহ বিভিন্ন নাম করার স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করলেন-অনুষ্ঠানে ভিড় হল ব্যাপক
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৮নভেম্বর দক্ষিন দিনাপুর টেকনো ইন্ডিয়া গুপ অফ পাবলিক স্কুল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্কুলের তরফে বিরাট আকারে প্রতিযোগীতা মুলক ইন্টার স্কুল বসে আকো ও নৃত্য প্রতিযোগীতার আযোজন করা হয় নারই স্কুলে।সেখানে টেকনো ইন্ডিয়া গুপ অফ পাবলিক স্কুলের গঙ্গারামপুরের প্রিন্সিপাল, সহ শিক্ষক, স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা , কর্মকর্তারা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।অনুষ্টানে ভিড় হল ব্যাপক।
সিবিএসসি বোর্ডের অন্তগত টেকনো ইন্ডিয়া গুপ অফ পাবলিক স্কুল গঙ্গারামপুর নারই এলাকায় স্কুল খেলার সঙ্গে সঙ্গেই ছাত্র ছাত্রীদের ভর্তি হবার প্রবনতা বেড়েই চলেছে। স্কুলের মান ও পরিমাকাঠামোয় সকল ছাত্র ছাত্রদের অভিভাবকেরাও খুশি।
শনিবার একটি অনুষ্টানের মধ্যে দিয়ে টেকনো ইন্ডিয়া গুপ অফ পাবলিক স্কুল গঙ্গারামপুর স্কুলের তরফে ‘ইন্টার স্কুল পর্যায়ে বিরাট আকারে প্রতিযোগীতা মূলক বসে আরো ও নৃত্যের প্রতিযোগীতার আয়োজন করা হয় গঙ্গারামপুর নারই স্কুলে।প্রথম থেকে তৃতীয় শ্রেনী একটি গুপ ও চতুর্থ থেকে ষষ্ট শ্রেনী পর্যন্ত আরেকটি গুপ, পাশাপাশি সপ্তম থেকে নমম শ্রেনী পর্যন্ত আরো একটি গুপ করে তিনটি বিভাগে প্রায় ১৭০জন প্রতিযোগী ছাত্র ছাত্রী ইন্টার স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় বসে আকো ও নৃত্য প্রতিযোগীতায় জেলার গঙ্গারামপুর, তপন বুনিয়াদপুর, পতিরাম, সহ নামকরা স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করেন।অনুষ্ঠানে টেকনো ইন্ডিয়া গুপ অফ পাবলিক স্কুল গঙ্গারামপুরের প্রন্সিপাল রোজী সিং, সহকারী শিক্ষক নাসিন সিদ্দিকি, স্কুলের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রতিযোগীতায় অংশগ্রহন করা বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবক সহ বিশিষ্টজনেরা।
প্রিন্সিপাল রোজী সিং বলেন,” ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগীতা মুলক এমন কর্মসুচির আয়োজন করা হয়েছে তাঁদের মনোবল বাড়ানোর জন্য। যা আগামী দিনেও করে যাব।”
সহকারী শিক্ষক নাসিম সিদ্দিকি বলেন,”এমন কর্মসূচির মধ্যে দিয়ে মনোবল বাড়ে ছাত্র ছাত্রীদের। যে কারনে এমন অনুষ্ঠানের আযোজন করা হয়েছে।”
অনুষ্টানে ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবনদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

















