টিউবয়েলের পানীয় জলে বিষ আতঙ্ক বালুরঘাটে, উৎকন্ঠায় বাসিন্দারা, দুই প্রতিবেশীর জমি বিবাদের জের

0
577

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১০ অক্টোবর— গ্রামের টিউবওয়েলের পানীয় জলে বিষ আতঙ্কে উত্তেজনা। চরম উৎকন্ঠায় বাসিন্দারা। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাটের বোয়ালদাড় গ্রামের। সকাল থেকে এমন খবর চাউর হতেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।


জানা গেছে, বোয়ালদাড়ের বাসিন্দা রাখাল শীল রায়ের সঙ্গে সাগর শীলের পরিবারের জমি নিয়ে বেশকিছুদিন ধরেই বিবাদ চলছিল। অভিযোগ কয়েকদিন আগে রাখাল শীল রায় পরিবারের লোকেরা সাগর শীল-এর বাড়ির টিন কেটে দেয়। এরপর এদিন সকালে টিউবওয়েলের জলে বিষের আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনা সামনে আসতেই সাগর শীল-এর পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয় রাখাল শীল রায়ই ওই টিউবওয়েলে বিষ মিশিয়েছে। যদিও রাখাল শীল রায়-এর পরিবারের লোকেরা টিউবওয়েলে বিষ মেশানোর অভিযোগ অস্বীকার করেছেন। আর যে ঘটনাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্থানীয় পঞ্চায়েত সদস্য রাণা পাহান জানিয়েছেন, জায়গা নিয়ে ঐ দুই পরিবারের মধ্যে বিবাদ রয়েছে। তবে টিউবওয়েলে কে বা কাহারা রাতের অন্ধকারে বিষ ঢেলেছে।

    বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ  পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here