টাঙ্গন নদী থেকে উদ্ধার হল বৃদ্ধার মৃতদেহ

0
224

টাঙ্গন নদী থেকে উদ্ধার হল বৃদ্ধার মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড জয়দেবপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম যমুনা রায় (৭৪) বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত রতনপুর এলাকায়। বহু দিন ধরে বৃদ্ধা তার মেয়ের বাড়ি ধূমপাড়াতে থাকতেন। পরিবার সূত্রে খবর বৃদ্ধা মানসিক রুগীতে আক্রান ছিলেন। বুধবার দুপুর থেকে এই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। ধুমপাড়া বাড়ি থেকে দুপুর বেলা নদীর দিকে যেতে দেখেছিল গ্রামবাসীরা। তার পর থেকে বৃদ্ধকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার দুপুর থেকে এই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। আত্মীয়ের বাড়ি থেকে শুরু করে নদীর ঘাটে সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাওয়া যায়নি বৃদ্ধাকে। বংশীহারী থানায় বৃদ্ধার নিখোঁজ ডায়েরি করেছিলেন পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে বুনিয়াদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড জয়দেবপুর এলাকায় নদীর ধারে সেই বৃদ্ধার মৃতদেহ ভেসে থাকতে দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় বংশীহারী থানায়। পুলিশের তৎপরতায় নদী থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। রশিদপুর গ্রামীন হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন।

এ বিষয়ে বৃদ্ধার আত্মীয় রতন রায় ওরফে (হঠাৎ) জানিয়েছেন এর আগে একদিন দিদা নদীতে স্নান করতে গিয়ে নদীর জলের স্রোতে ভেসে যাচ্ছিলেন। সেখানকারী একজন দেখতে পেলে তাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেন। বুধবারে বাড়িতে কেউ ছিলনা। দিদা বিকেলের দিকে নদীতে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যায়। আজ সেই দিদাকে জয়দেবপুর নদীতে দেখা যায় সেখান থেকে পুলিশের সহযোগিতায় দিদাকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা নিতে বলে ঘোষণা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here