টাকা নিয়ে বিবাদ। সালিশি সভায় জামাইকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় শ্বশুড় কে লক্ষ্য করে গুলি হরিরামপুরে।

0
844

শীতল চক্রবর্তী হরিরামপুর, 1অক্টোবর —— টাকা নিয়ে বিবাদ। সালিশি সভায় জামাইকে অপহরনের হুমকির প্রতিবাদ করায় শ্বশুড় কে লক্ষ্য করে গুলি।বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বৈরহাট্টা গ্ৰাম পঞ্চায়েতের রায় নগর এলাকায়।পুলিশ জানায় গুলি বিদ্ধ ওই ব্যক্তির নাম কমল রাজবংশী (৫১)। বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

পরিবার ও স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, বৈরাট্টা গ্রাম পঞ্চায়েতের রায়নগরের বাসিন্দা কমল রাজবংশী। তার বাড়িতেই থাকা পেশায় গাড়ি চালক জামাই কমল শিকদারের কাছে ঝাড়খণ্ডের এক ব্যবসায়ী পাওনা টাকা নিতে আসে। কিন্তু জামাই সে টাকা দিতে না পারায় রীতিমত পাওনাদারের ধমকির মুখে পড়েন কমল। কয়েকদিন পরে টাকা শোধ দেবেন বললেও নাছোড়বান্দা পাওনাদার। এরপরে স্থানীয় কিছু তৃণমূল নেতার হস্তক্ষেপে এলাকায় চলে সালিশি সভাও বলেও অভিযোগ। আর যেখানেই টাকা না দিলে জামাইকে তুলে নিয়ে যাওয়ার প্রকাশ্যে হুশিয়ারি দেয় ঝাড়খন্ডের ওই পাওনাদার। যাকে সহমত পোষণ করেন সালিশি সভায় উপস্থিত থাকা তৃণমূল নেতারাও বলেও অভিযোগ। আর যে ঘটনার প্রতিবাদ জানান শ্বশুড় কমল রাজবংশী। এরপরে সভার মাঝেই খেলা হবে শ্লোগান দেন সালিশি সভায় উপস্থিত হওয়া স্থানীয় কিছু তৃণমূল নেতা কর্মীরা। সভা শেষ করে বাড়ির সামনে দাড়াতেই আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালায় দুস্কৃতিরা। মুখে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হন কমল রাজবংশী। এরপরেই তড়িঘড়ি আহত শ্বশুরকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তার। এদিকে এই ঘটনার পরেই এলাকায় পৌছে পরিস্থিতি খতিয়ে দেখে তদন্তে নামে হরিরামপুর থানার পুলিশ।


আহত ব্যক্তির স্ত্রী প্রতিমা রাজবংশী ও আহত ভাই জানিয়েছেন, পাশ্ববর্তী এলাকার তৃণমূল নেতা দুখু তার স্বামীকে গুলি করেছে। সালিশি সভা থেকে ফিরেই এমন ঘটনা। তারাও তৃণমূল কর্মী। দলগত কোন বিষয় এখানে নেই। অভিযুক্তর উপযুক্ত শাস্তি চান তারা।


জামাই কমল শিকদার জানিয়েছেন, ঝাড়খন্ডের এক ব্যক্তি তার কাছে কয়েক হাজার টাকা পায়। কয়েকদিন সময়ও চেয়ে নিয়েছেন তা পরিশোধ করার জন্য। কিন্তু তার মাঝেই এদিন সালিশি সভা ডেকে তাকে তুলে নিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছে। যার প্রতিবাদ করেছেন তার শ্বশুড়। আর এরপর সকলে ফিরে যেতেই বাড়ির সামনে বসে থাকা অবস্থায় তার শ্বশুড়কে গুলি করা হয়েছে। অভিযুক্তর দৃষ্টান্ত মুলক শাস্তি চান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here