টাউন তৃণমূল সভাপতি হতেই দলের সংগঠন সাজাতে কর্মীসভার আয়োজন করল গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটি

0
566

শীতল চক্রবর্তীগঙ্গারামপুর ২৩ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:- সামনের পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রথম পৌর বুথভিত্তিক কর্মী সভা করা হল দলের তরফে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটি উদ্যোগে গঙ্গারামপুর রবীন্দ্রভবনে এই আমনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে রাজ্যের মন্ত্রী, জেলা তৃণমূল সভাপতি ,পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন থেকে শুরু করে টাউন তৃণমূল সভাপতি একাধিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাউন্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যদের ভিড় হয়েছিল ব্যাপক।


বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে গোষ্ঠী দন্ধ উড়িয়ে জেলার সমস্ত নেতৃত্ব এক মঞ্চে উপস্থিত থেকে পৌরসভা নির্বাচনের রূপরেখা তৈরি করলেন উপস্থিত নেতৃত্বরা।কর্মীদের মনোবল বাড়াতে একাধিক বার্তা জেলার নেতারা এই কর্মী সভা থেকে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।এদিনের কর্মীসভায় রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র,জেলা তৃণমূলের সভাপতি উজ্জ্বল বসাক,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপারসন প্রশান্ত মিত্র, পৌরসভার ভাইস চেয়ারপার্সন সুব্রত মুখার্জি, পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সন অমল সরকার,টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সেন, বিভিন্ন ওয়ার্ডের পাপ্তন তৃণমূল কাউন্সিলর, বিভিন্ন বুথের বুথ সভাপতি সহ জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন।


জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক জানিয়েছেন,পুরসভা ভোটের আগে দলের সংগঠন কে শক্তিশালী করতে এমন সভার আয়োজন করা হয়েছে।


গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপারসন প্রশান্ত মিত্র জানিয়েছেন, ওয়ার্ডের বুধ ভিত্তিক সভার মধ্য দিয়েই সংগঠনকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ।


যা আগামী দিনে দলীয় সংগঠন আরো মজবুত হবে।


গঙ্গারামপুর টাউন সভাপতি তৃনমূলের সভাপতি কাঞ্চন সেন জানিয়েছেন, দল দায়িত্ব দেওয়ার পর এই প্রথম এমন কর্মসূচি পালন করা হলো। সংগঠন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় কাজ করে যাব।


এদিনের সম্মেলনে ভিড় হয়েছিল ব্যাপক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here