ঝড়-বৃষ্টির গ্রাসে যাত্রীবোঝাই বাস! বোল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ৫

0
377

ঝড়-বৃষ্টির গ্রাসে যাত্রীবোঝাই বাস! বোল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ৫। পলাতক চালক

বালুরঘাট, ৩০ মে —— দমকা হাওয়া আর টানা বৃষ্টির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবোঝাই বেসরকারি বাসের। ঘটনায় গুরুতর জখম পাঁচ জন। পলাতক চালক। শুক্রবার সকালে চাঞ্চল্যকর দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার বোল্লা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, এদিন সকালে বালুরঘাট থেকে শিলিগুড়িগামী ওই বাসটি বৃষ্টিভেজা রাস্তায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার ধারে গাছে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।

প্রথমে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খানিক বাদেই পৌঁছয় পতিরাম থানার পুলিশ। সকলের তৎপরতায় বাস থেকে উদ্ধার করে আহত যাত্রীদের পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে। চিকিৎসকদের মতে, জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক বাসচালক। পুলিশ জানিয়েছে, চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

এদিন সকাল থেকে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট-গাজোল ৫১২ নম্বর জাতীয় সড়ক। পরবর্তীতে পুলিশ বাসটি উদ্ধার করলে ফের সচল হয় যান চলাচল।

পতিরাম থানার ওসি সৎকার সাংবো বলেন, ‘‘বাসচালক পলাতক। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here