ঝোড়ো হাওয়া বৃষ্টির ফলে কোচবিহার শহরের বাঁধের পার এলাকায় বাড়ির উপর গাছ পরে গিয়ে আহত হল তিনজন

0
299

কোচবিহার :- ঝোড়ো হাওয়া বৃষ্টির ফলে কোচবিহার শহরের ১৫নম্বর ওয়ার্ড বাঁধের পার এলাকায় বাড়ির উপর গাছ পরে গিয়ে আহত হল তিনজন ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে । বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ কোচবিহারে ঝোড়ো হাওয়ার ও ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়। ঝোড়ো হওয়ায় কাল বৈশাখী ঝড়ে ১৫নম্বর ওয়ার্ড বাঁধের পার এলাকায় বহু পুরনো একটি ভেঙ্গে পড়ে যায় । গাছটি ৪টি ঘরের উরপ পড়ে ।ঘটনায় ৩জন আহত হয় ।যদিও হাসপাতাল তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । বাড়িতে থাকা সমস্ত জিনিস পত্র ভেঙে গিয়েছে । ঘটনার খবর পেয়ে আজ সকাল থেকে ঘটনা স্থলে সিভিল ডিফেন্স টিম গাচ্ছটিকে কেটে সরানো কাজে হাথ লাগিয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here