কোচবিহার :- ঝোড়ো হাওয়া বৃষ্টির ফলে কোচবিহার শহরের ১৫নম্বর ওয়ার্ড বাঁধের পার এলাকায় বাড়ির উপর গাছ পরে গিয়ে আহত হল তিনজন ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে । বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ কোচবিহারে ঝোড়ো হাওয়ার ও ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়। ঝোড়ো হওয়ায় কাল বৈশাখী ঝড়ে ১৫নম্বর ওয়ার্ড বাঁধের পার এলাকায় বহু পুরনো একটি ভেঙ্গে পড়ে যায় । গাছটি ৪টি ঘরের উরপ পড়ে ।ঘটনায় ৩জন আহত হয় ।যদিও হাসপাতাল তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । বাড়িতে থাকা সমস্ত জিনিস পত্র ভেঙে গিয়েছে । ঘটনার খবর পেয়ে আজ সকাল থেকে ঘটনা স্থলে সিভিল ডিফেন্স টিম গাচ্ছটিকে কেটে সরানো কাজে হাথ লাগিয়েছে
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ঝোড়ো হাওয়া বৃষ্টির ফলে কোচবিহার শহরের বাঁধের পার এলাকায় বাড়ির উপর গাছ...