শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর ৫মে দক্ষিণ দিনাজপুর:-জেলা যোগাসনের প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হলো। একটি অনুষ্ঠান করে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উৎসব ভবনে এমন অনুষ্ঠানে আয়োজন করা হয়।সেখানে যোগাসন সংগঠনের রাজ্য সম্পাদক থেকে শুরু করে এজেলার সংগঠনের চেয়ারম্যান থেকে সভাপতি সহ বিশিষ্টজনের উপস্থিত ছিলেন। যোগাসন প্রতিযোগীতায় জেলা থেকে পায় ১৮৭জন প্রতিযোগী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। যোগাসনের মধ্য দিয়েই রোগ নির্মল হয়। পাশাপাশি বহু অর্থেই বিভিন্ন ধরনের উপকার হয় বলে জানা গেছে।সমস্ত অনুষ্ঠান ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল।
প্রদীপ জ্বালিয়ে এদিনের অনুষ্টানের উদ্ধোধন করেন যোগাসন স্পোর্টস অফ বেঙ্গলের রাজ্য সম্পাদক তথা বাংলা ১৯এর প্রাক্তন ক্রিকেটার পঙ্কজ ভগত। যোগাসন স্পোর্টস অফ বেঙ্গলের দক্ষিণ দিনাজপুর জেলার দ্বিতীয় বছরের অনুষ্টান কুশমন্ডির একটি উৎসব ভবনে আয়োজিত হয়। সেখানে জেলার প্রায় ৮টি ব্লক ও তিনটি পৌরসভা এলাকা থেকে ১৮৭জন প্রতিযোগীতা ছাত্র ছাত্রী বিভিন্ন যোগাসন প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।
যোগাসন স্পোর্টস অফ বেঙ্গলের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন বাংলা ১৯এর ক্রিকেটার পঙ্কজ ভগত জানিয়েছেন, যোগাসন মানে আসন বা প্রনায়ন নয়।বেশ কিছু উল্লেখযোগ্য বিষয়গুলিকে মানুষের মধ্যে তুলে ধরেছি। যাতে মানুষ জানতে পারে যোগাসনের আরো অনেক বিষয়গুলি রয়েছে। যোগাসনের সঙ্গে সঙ্গে খেলাধুলা, শিক্ষা, মানুষজনকে সচেতন করানো সহ বিভিন্ন কাজে মিশে রয়েছি। সকলেই যোগাসনের যে উপকারিতা সেই বিষয়টি মানুষকে বোঝানো ও তাঁদের এমন যোজাসনে এগিয়ে নিয়ে আসার লক্ষ্যে কাজ করা। যোগাসনের ফলে মানুষজনের মনের বিকাশও ঘটে।
দক্ষিণ দিনাজপুর জেলার যোগাসন সংগঠনের সভাপতি গৌতম গোস্বামী জানিয়েছেন,খেলাধুলার যত বেশি খেলোয়ার উঠে এসেছে তাঁর মধ্যে বেশিরভাগটাই গঙ্গারামপুর থেকে উঠে এসেছে।এমন যোগাসনের মধ্যে দিয়ে মানুষজনদের অনেক উপকারে লাগবে বলে আমি মনে করি।
জেলার যোগাসন সংগঠনের চেয়ারম্যান মৌসুমি পটুডুন্দু বলেন,শুধু একটা কথাই বলব যোগাসনে বহু উপকার হয়ে আসছে সকলের। তাই আপনারাও আপনাদের ছেলে মেয়েদের কথা ভেবে যোগাসনে ভর্তি করেন।যোগাসনে তাঁদের ছেলে মেয়েদের যোগদান করাতে পেরে দুই অভিভাবক দারুন খুশি।তারা জানান আমরাও আনন্দিত যে,এমন যোগাসনে সকলকে এগিয়ে আসার জন্য।
অনুষ্টানে পঙ্কজ ভগত ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার যোগাসন সংগঠনের সভাপতি গৌতম গৌস্বামী,জেলার চেয়ারম্যান মৌসুমি পুটুডুন্দু,সম্পাদক সুব্রত কুন্ডু, কুশমন্ডি থানার আইসি তপন পাল,অন্যতম নেতৃত্ব গদাই পুটুডুন্দু সহ আরো অনেকেই।
এদিনের যোগাসন অনুষ্টানে কার্যত কুশমন্ডিতে এক অন্য মাত্রা এনে দিয়েছে সকলের উপস্থিততে এমন অনুষ্টান করে।